কলকাতা, ১ মে : পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) আজ সল্টলেকের নিবেদিতা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মাধ্যমিক পরীক্ষা ২০২৫-এর ফলাফল ঘোষণা করেছে। এ বছর মোট পাশের হার দাঁড়িয়েছে ৮৬.৫৬ শতাংশ। রাজগঞ্জের আদৃত সরকার সর্বোচ্চ ৬৯৬ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে।
সর্বোচ্চ পাশের হার ধরা পড়েছে পূর্ব মেদিনীপুর জেলায় — ৯৬.৪৬ শতাংশ। দ্বিতীয় স্থানটি যুগ্মভাবে অর্জন করেছে মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস ও বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের সৌম্য পাল। তৃতীয় স্থান অধিকার করেছে বাঁকুড়ার কোটুলপুর সরোজ বসিনী বালিকা বিদ্যালয়ের ইশানী চক্রবর্তী, যার প্রাপ্ত নম্বর ৬৯৩ — শতাংশের হিসেবে ৯৯%।
শীর্ষস্থানীয় জেলাগুলোর মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর (৯৬.৪৬%), কালিম্পং (৯৬.০৯%) ও কলকাতা (৯২.৩%)। এ বছর পরীক্ষায় মোট ৯,৮৪,৭৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে, যার মধ্যে ৫,৫৫,৯৫০ জন ছাত্রীর সংখ্যা ছেলেদের তুলনায় বেশি।
লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। শারীরশিক্ষা, সামাজিক সেবা এবং কর্মশিক্ষার মূল্যায়ন চলে ১৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত। সমস্ত পরীক্ষা সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা এক শিফটে নেওয়া হয়, যার মধ্যে প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ ছিল।
যেসব ছাত্রছাত্রীরা এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে, তারা পরবর্তীতে সম্পূরক পরীক্ষায় বসার সুযোগ পাবে। এই পরীক্ষার সময়সূচি ফলপ্রকাশের সঙ্গে সঙ্গেই ঘোষণা করা হবে। অনলাইনে প্রকাশিত মার্কশিটটি প্রাথমিক (provisional) হবে। মূল মার্কশিট ফল প্রকাশের প্রায় ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট স্কুল থেকে সংগ্রহ করা যাবে।

