ধর্মনগর, ৩০ এপ্রিল : উত্তর ত্রিপুরার ধর্মনগরে প্রথমবারের মতো চালু হতে চলেছে আধুনিক অ্যাপ-ভিত্তিক যাত্রী পরিবহন পরিষেবা—‘যুগ্নু সায়ারি ইন্ডিয়া কি অ্যাপস’। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের হাত ধরে এই পরিষেবার শুভ সূচনা হবে অদূর ভবিষ্যতেই।
এই পরিষেবার মূল উদ্যোক্তা অভিজিৎ সোম এক সাংবাদিক সম্মেলনে জানান, ইতোমধ্যে ধর্মনগরে প্রায় ১৫০টি অটোরিকশা এই অ্যাপের আওতায় নাম নথিভুক্ত করেছে। এছাড়া আরও ৫০-৬০ জন চালক প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে নাম নথিভুক্তির প্রক্রিয়ায় রয়েছেন।
নোয়াপাড়ায় অভিজিৎ সোমের নিজ বাসভবনে অনুষ্ঠিত ওই সাংবাদিক সম্মেলনের শুরুতেই সম্প্রতি পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলায় নিহত ২৭ জন পর্যটকের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
শ্রী সোম জানান, বিশ্বব্যাপী ইতোমধ্যে ২৪০টিরও বেশি দেশে সফলভাবে ‘যুগ্নু সায়ারি’ অ্যাপ চালু রয়েছে এবং যাত্রীদের নিরবচ্ছিন্ন পরিষেবা প্রদান করছে। এবার ধর্মনগর সহ গোটা উত্তর ত্রিপুরাতেও যাত্রীরা এই অ্যাপের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে যাতায়াতের সুবিধা পাবেন।
প্রথম দুইটি যাত্রায় যাত্রীদের জন্য থাকছে ৫০% ছাড়ের বিশেষ সুবিধা। অভিজিৎ সোম আশাবাদ প্রকাশ করে বলেন, “এই অ্যাপসের মাধ্যমে যাত্রীরা ২৪ ঘণ্টা যেকোনো স্থান থেকে বুকিং করতে পারবেন। এটি উত্তর জেলার মধ্যে একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য যাত্রীপরিষেবা মাধ্যম হিসেবে দ্রুত প্রতিষ্ঠিত হবে।”
উল্লেখ্য, উত্তর ত্রিপুরার মতো তুলনামূলক প্রত্যন্ত এলাকায় এমন অ্যাপ-ভিত্তিক পরিষেবা চালুর মাধ্যমে ডিজিটাল পরিষেবার এক নতুন দিগন্তের সূচনা হতে চলেছে।

