গোপন সূত্রে অভিযান, যাত্রাপুর থানার সাফল্য — তিন বাংলাদেশি সহ গাঁজা উদ্ধার

আগরতলা, ২৯ এপ্রিল: গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশের একটি সফল অভিযান পরিচালিত হয়েছে। সোমবার গভীর রাতে ধনপুর পঞ্চায়েতের অন্তর্গত বৈদ্যনাথ গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তিনজন বাংলাদেশিকে আটক করেছে। অভিযানে একটি বাড়ি থেকে প্লাস্টিকের দুইটি ড্রামে ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, ধৃতদের মধ্যে একজনের নাম মাইনুল ইসলাম, দ্বিতীয় জন তাইজুল ইসলাম এবং তৃতীয়জন জহিরুল্লাহ। তিনজনেরই বাড়ি বাংলাদেশের বরিশাল জেলায়।

স্থানীয়রা জানিয়েছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বৈদ্যনাথ গ্রামের জাকির হোসেনের বাড়িতে বসবাস করছিল। তবে অভিযানের সময় বাড়ির মালিক জাকির হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) সুব্রত দেবনাথ বলেন, গভীর রাতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি টিএসআর এবং অন্যান্য পুলিশ অফিসারদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এই অভিযানে ধৃত তিনজনকে গাঁজা সেবনের সময় হাতেনাতে ধরা হয়।

জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে, তারা কয়েকদিন আগেই বাংলাদেশ থেকে এসে ওই বাড়িতে আস্তানা গেড়েছিল এবং স্থানীয়ভাবে শুকনো গাঁজা সংগ্রহ করছিল।

ওসি সুব্রত দেবনাথ আরও বলেন, বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতিতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশি নাগরিকদের এই ধরনের কার্যকলাপে জড়ানো অত্যন্ত উদ্বেগজনক। বিএসএফের সঙ্গে যৌথভাবে টহলদারি আরও জোরদার করা হয়েছে। থানার আওতাভুক্ত এলাকাগুলিতে কড়া নজরদারি চালানো হচ্ছে।

উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকাগুলিতে এ ধরনের অপরাধমূলক তৎপরতা বন্ধে পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনী একযোগে কাজ চালিয়ে যাচ্ছে।