নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.) : এবার অনগ্রসর শ্রেণি অর্থাত, ওবিসির তালিকায় আরও ১৫টি সম্প্রদায়কে যুক্ত করার সিদ্ধান্ত নিল কেনদ্র | পাশপাশি, আরও ১৩টি সম্প্রদায়ের রদবদল করা হচ্ছে বলে খবর | কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে ওই সুপারিশে সিলমোহর দেওয়া হয়েছে|
জানা যাচ্ছে, দা ন্যাশনাল কমিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস মোট ২৮টি পরিবর্তনের জন্য সুপারিশ করেছিল কেন্দ্রের কাছে | শুধু তাই নয়, ওবিসির তালকায় যাতে আরও ১৫টি সম্প্রদায়ের অন্তর্ভুক্তি ঘটানো যায়, তার জন্যও সুপরিশ করা হয়েছিল | আর সেই সুপারিশ মেনেই ওই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে খবর | শুধু তাই নয়, ওবিসি তালিকায় সংশোধনের জন্য ওই কমিটির কাছে সুপারিশও করা হয়| নতুন যে ১৫টি সম্প্রদায় ওবিসি তালিকা ভুক্ত হল, সমস্ত রকমের সুযোগ সুবিধা তাদের দেওয়া হবে | শিক্ষা প্রতিষ্ঠান সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে যে সংরক্ষণের সুবিধা রয়েছে, তার সবই ওই সব সম্প্রদায়ের মানুষ পাবেন |