স্মার্ট মিটারের নামে লুটপাট ও বিদ্যুৎ পরিষেবার বেসরকারিকরণের বিরুদ্ধে বটতলায় তীব্র বিক্ষোভ

আগরতলা, ৭ এপ্রিল: জনস্বার্থ বিরোধী প্রিপেইড স্মার্ট মিটার স্থাপন এবং বিদ্যুৎ পরিষেবাকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনার বিরুদ্ধে দেশজুড়ে পালিত প্রতিবাদ সপ্তাহের অঙ্গ হিসেবে আজ বটতলা এলাকায় বিক্ষোভ সভার আয়োজন করে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন।

বিক্ষোভসভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সদস্যরা সহ সাধারণ গ্রাহকরাও। সভায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের কনভেনার সঞ্জয় চৌধুরী বলেন, স্মার্ট মিটারের আড়ালে সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে, বিদ্যুৎ পরিষেবার নামে শুরু হয়েছে কর্পোরেট মুনাফার খেলা।

তিনি আরও জানান, বিদ্যুৎ পরিষেবাকে জনগণের হাত থেকে ছিনিয়ে নিয়ে বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে, যা জনস্বার্থের সম্পূর্ণ পরিপন্থী। বিক্ষোভে অংশগ্রহণকারীদের দাবি, বিদ্যুৎ পরিষেবা মৌলিক অধিকার এবং তা জনস্বার্থে সরকার পরিচালিত হওয়াই একমাত্র যুক্তিসঙ্গত পথ।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারের উদ্দেশে দাবিও জানানো হয়— স্মার্ট মিটার স্থাপন অবিলম্বে বন্ধ করতে হবে এবং বিদ্যুৎ পরিষেবাকে বেসরকারিকরণের প্রক্রিয়া বাতিল করতে হবে।