খোয়াই, ৫ এপ্রিল: খোয়াই শহর থেকে একই রাতে নিখোঁজ হয়ে যায় তিন যুবক। নিখোঁজ যুবকদের নাম প্রসেনজিৎ রুদ্র পাল, শান্তনু দত্ত এবং অর্ঘ্য দাস। তাঁরা সকলেই চেবরী বাসন্তী পূজোতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান, কিন্তু এরপর আর বাড়ি ফেরেননি।
নিখোঁজ যুবকদের খোঁজ না পেয়ে তাঁদের পরিবারের সদস্যরা উদ্বেগ প্রকাশ করে খোয়াই থানার দ্বারস্থ হন।
শান্তনু দত্তের মা জানান, বৃহস্পতিবার রাত ১টা নাগাদ তাঁর সঙ্গে শেষবারের মতো কথা হয়। শান্তনু জানায়, সে রাতে বাড়ি ফিরবে না। কিন্তু এরপর থেকেই তাঁর ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। অন্যদিকে, প্রসেনজিৎ রুদ্র পাল এক বন্ধুর সঙ্গে দেখা করতে বেরিয়ে যান, কিন্তু তারপর আর ফিরে আসেননি। প্রসেনজিতের পরিবারের সদস্যরাও জানিয়েছেন, তাঁকে ফোনে পাওয়া যাচ্ছে না। তৃতীয় যুবক অর্ঘ্য দাসের পরিবারও একই ধরনের অভিযোগ করেছেন।
ঘটনার পর থেকেই পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। পুলিশ তিন যুবকের সন্ধানে অভিযান শুরু হয়েছে এবং বিভিন্ন সম্ভাব্য জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খোয়াই থানার পুলিশ নিখোঁজ তিন যুবকের সন্ধানে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে।

