মান্দালয়, ২৮ মার্চ (হি.স.): শুক্রবার কয়েক মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্প মায়ানমারে। রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ৭.৭ এবং দ্বিতীয়টির মাত্রাও প্রায় ৭। এমনটাই জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। এই ভূমিকম্পের প্রভাব পড়েছে ভারত-বাংলাদেশেও।
মায়ানমারের ভূমিকম্পে এ পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর মিলেছে। একটি মসজিদে প্রার্থনা চলার সময় একাংশ ভেঙে পড়লে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়। অন্যদিকে, ব্যাঙ্ককে বাড়ি ভেঙে ২ জনের মৃত্যু হয়েছে। এদিকে, অনেকেই নিখোঁজ বলে জানা যাচ্ছে। অন্যদিকে, ব্যাঙ্ককে বেশ কিছু আকাশচুম্বী বাড়িতে ফাটল ধরেছে, নয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।