জেগে উঠল ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি, অগ্ন্যুৎপাতের পর বাতিল বিমান

জাকার্তা, ২১ মার্চ (হি.স.): জেগে উঠল ইন্দোনেশিয়ার মাউন্ট লেওটোবি লাকি-লাকি আগ্নেয়গিরি। শুক্রবার আগ্নেয়গিরি থেকে তিন-তিনবার অগ্ন্যুৎপাত হয়েছে। ইন্দোনেশিয়ার স্থানীয় প্রশাসন ওই আগ্নেয়গিরির আশেপাশের বিপদসীমা এলাকা বাড়িয়েও দিয়েছে। ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে মাউন্ট লেওটোবি লাকি-লাকি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর অন্তত সাতটি আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়েছে।

শুক্রবার বালি বিমানবন্দরের এক আধিকারিক জানান, পূর্বাঞ্চলীয় এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে বিমান চলাচল বিপর্যস্ত হয় এবং আকাশে আট কিলোমিটার উচ্চতায় কালো ছাই ছড়িয়ে পড়েছে। মাউন্ট লেওটোবি লাকি-লাকি, যা ফ্লোরেস দ্বীপে অবস্থিত ১,৭০৩ মিটার (৫,৫৮৭ ফুট) উচ্চতার একটি দ্বৈত শিখরের আগ্নেয়গিরি, বৃহস্পতিবার রাত ১১:০০ টায় ১১ মিনিট ৯ সেকেন্ড ধরে অগ্ন্যুৎপাত ঘটায়। এর ফলে আগ্নেয়গিরির সতর্কতা স্তর সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *