হায়দরাবাদ, ১৯ মার্চ (হি.স.): কৃষক স্বার্থের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে বুধবার হায়দরাবাদে বিক্ষোভ প্রদর্শন করলেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র এমএলসি কে কবিতা। বুধবার কে কবিতার নেতৃত্বে বিআরএস নেতারা তেলেঙ্গানা সরকারের বিরুদ্ধে সুর চড়ান। তেলেঙ্গানার কৃষকরা কষ্টের মধ্যে রয়েছেন বলে অভিযোগ করেছেন কে কবিতা।
কে কবিতা বলেছেন, “তেলেঙ্গানা প্রচুর জল সম্পদে সমৃদ্ধ। তেলেঙ্গানাকে খরার দিকে ঠেলে দেওয়ার কোনও মানে হয় না। এই সরকার অন্ধ্রপ্রদেশে পাঠানো জল ব্যবস্থাপনা করতে পারছে না। ফলস্বরূপ, আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”