আগরতলা, ১৭ মার্চ : বিজেপি শাসনে দেশে এবং রাজ্যে নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এরই প্রতিবাদে আগামী ২৯ মার্চ শহরে বিক্ষোভ মিছিল সংঘটিত করবে মহিলা কংগ্রেস। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন কংগ্রেস প্রবক্তা প্রবীর চক্রবর্তী।
এদিন প্রবীর চক্রবর্তী বলেন, বিজেপি সরকার জনসম্মুখে দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে ও রাজ্যে মহিলারা আত্মনির্ভর হচ্ছেন। বিজেপি সরকার প্রতিনিয়ত মহিলাদের স্বশক্তিকরণ উপর জোর দিয়েছে বলে দাবি তাঁদের। কিন্তু, বিজেপি সরকারের শাসনে দেশে এবং রাজ্যে নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে, বলে অভিযোগ তাঁর।
এদিন তিনি সাংবাদিক সম্মেলনে নারীদের উপর ঘটে যাওয়া বিভিন্ন অপরাধের তথ্য তুলে ধরেন। তিনি বলেন, এনসিবি-র তথ্য অনুযায়ী ইউপি সরকারের আমলের তুলনায় ২০২৪ সালে নারী ও শিশু কন্যাদের উপর অপরাধ ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতিঘন্টায় নারী অপরাধ জনিত ঘটনা ঘটে চলছে,দাবি তাঁর। তাই নারীদের সুরক্ষার দাবিতে আগামী ২৯ মার্চ শহরে বিক্ষোভ মিছিল সংঘটিত করবে মহিলা কংগ্রেস।