চড়িলাম, ১৬ই মার্চ : আজ সকালে আমতলী থানার ফুলতলী দাসপাড়া এলাকায় এক যুবককে নৃশংসভাবে মারধর করে রাস্তায় ফেলে যায় একদল দুষ্কৃতী। আহত যুবকের নাম আশিষ তাঁতি বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় যুবককে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বিশালগড় দমকল বাহিনীকে খবর দেন। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর যুবকের শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।