১৬ মার্চের পর বদলাবে আবহাওয়া, শুষ্ক হয়ে উঠবে জম্মু ও কাশ্মীর

শ্রীনগর, ১৫ মার্চ (হি.স.): রবিবার, ১৬ মার্চ পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে জম্মু ও কাশ্মীরে, কোথাও কোথাও তুষারপাতও হতে পারে। শনিবার সকালেই হালকা তুষারপাত হয়েছে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামাতে, তুষারপাতের পর সৌন্দর্য্য আরও বেড়ে উঠেছে। তবে, ১৬ মার্চ বিকেলের পর থেকেই বদলাবে আবহাওয়া। ১৭-২৪ মার্চ পর্যন্ত আবারও শুষ্ক হয়ে উঠবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। শুধুমাত্র ১৯ মার্চ আংশিক মেঘলা থাকবে আকাশ।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬ মার্চ দুপুরের পর থেকে বৃষ্টি কমবে জম্মু ও কাশ্মীরে। এরপর ১৭-২৪ মার্চ পর্যন্ত আবহাওয়া থাকবে শুষ্ক, ১৯ মার্চ আংশিক মেঘলা থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। ১৬ মার্চ পর্যন্ত চাষাবাদ বন্ধ রাখার জন্য কৃষকদের কাছে অনুরোধ করা হয়েছে।

—————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *