ম্যানচেস্টার, ১৪ মার্চ(হি.স.) : বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের ১৬ তম রাউন্ডের খেলা শেষ হয়েছে। ৮ টি দল শেষ আটে পৌঁছেছে। ৮ টি দলের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড ইউরোপা লিগে বেশ কঠিন প্রতিপক্ষকে পেয়েছে। ফরাসি ক্লাব লিও’র বিপক্ষে খেলবে আমোরিমের দল। এদিকে টটেনহ্যাম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টের। নরওয়েজিয়ান ক্লাব বোডো’র বিরুদ্ধে খেলবে ইতালিয়ান ক্লাব লাৎজিও। আর স্কটিশ ক্লাব রেঞ্জার্সের বিরুদ্ধে শেষ আটে খেলবে স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিক বিলবাও।
শেষ আটের লাইনআপ:
টটেনহ্যাম-ফ্রাঙ্কফুর্ট
বোডো-লাৎজিও
রেঞ্জার্স- বিলবাও
ম্যানচেস্টার ইউনাইটেড-লিও।