আগরতলা, ১২ মার্চ : জঙ্গল থেকে নবজাতক শিশু উদ্ধারের ঘটনায় এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করেছে পুলিশ। তারসঙ্গে জড়িত থাকার অভিযোগে রয়েছে একব্যক্তির। তাকে পাকড়াও করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ঘটনার বিবরনে প্রকাশ, উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমাধীন জলাবাসা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে একটি ফুটফুটে সদ্যজাত কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে গত ১৭ ফেব্রুয়ারি২০২৫। সকালে স্থানীয় এলাকার এক মহিলা শিশুটির কান্না শুনতে পেয়ে এগিয়ে গিয়ে দেখতে পান শিশুটি রাস্তার পাশের ঝোপের মাঝে পড়ে রয়েছে।
যদিও পরবর্তীতে শিশুটিকে উদ্ধার করে পানিসাগর থানার দ্বারস্থ হয়েছেন স্থানীয় প্রমীলা বাহিনীরা। তারা সন্দেহজনকভাবে স্বামী পরিত্যক্তা এক মহিলার বিরুদ্ধে থানার অভিযোগ জানিয়েছেন। মহিলারা জানিয়েছেন, অভিযুক্ত ওই মহিলার বিরুদ্ধে এধরনের ঘটনার অভিযোগ উঠেছে এর আগেও। এই ঘটনায় ও ওই মহিলা জড়িত থাকার ধারণা করছেন স্থানীয়রা। পুলিশ এই অভিযোগমূলে তদন্ত করে অভিযুক্ত মহিলাকে জালে তুলেছে। এই ঘটনার আরো একজন জড়িত রয়েছে বলে অভিযোগ। তার সন্ধানে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।