আগরতলা, ১১ মার্চ: নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে যাত্রাপুর থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এক বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে চার লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। কিন্তু বাড়ির মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
ওসি সুব্রত দেবনাথ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে খাদ্যাখলা এলাকার হারুন মিয়ার বাড়িতে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গ্রাম ভর্তি শুকনো গাজা উদ্ধার করে যাত্রাপুর থানার পুলিশ।
ওসি সুব্রত দেবনাথ জানান, উদ্ধারকৃত গাজার মূল্য প্রায় চার লক্ষাধিক টাকা। পুলিশ আসার খবর পেয়ে বাড়ির মালিক আগেই পালিয়ে যায়। হারুন মিয়ার বিরুদ্ধে একটি এনডিপিএস মামলা হাতে নেওয়া হয়েছে।