কৈলাসহর গৌরনগর ব্লকের অধীনে ইসবপুর গ্রাম পঞ্চায়েতে অনাস্থা ভোট অনুষ্ঠিত, পরাজিত সিপিআইএম পঞ্চায়েত প্রধান

কৈলাসহর, ৫ মার্চ : বুধবার সকালে কৈলাসহর গৌরনগর ব্লকের অধীনে ইসবপুর গ্রাম পঞ্চায়েতে অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। ১১ ওয়ার্ড বিশিষ্ট উক্ত গ্রাম পঞ্চায়েতে গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ৫টি ওয়ার্ড দখল করে শাসক দল বিজেপি, ৫টি ওয়ার্ড দখল করে সিপিআইএম এবং একটি ওয়ার্ড কংগ্রেসের ঝুলিতে যায়। কোন দল সেখানে এককভাবে পঞ্চায়েত দখল করতে পারেনি, যার কারণে সিপিআইএম ও কংগ্রেস মিলে উক্ত গ্রাম পঞ্চায়েতটি পরিচালনা করছিল।

বিগত কয়েকমাস পূর্বে বিজেপির পাঁচজন নির্বাচিত পঞ্চায়েত সদস্য মিলে ইসবপুর গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম দলের পঞ্চায়েত সদস্য তথা পঞ্চায়েতের প্রধান মনুজ পালের বিরুদ্ধে দুর্নীতি এবং ব্যাপক অনিয়মের অভিযোগ এনে জেলা পঞ্চায়েত অফিসারের কাছে লিখিত আকারে অনাস্থা প্রস্তাব জমা দেন।

বুধবার সকালবেলা ইসবপুর গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে জেলা পঞ্চায়েত অফিসারের উপস্থিতিতে অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। এই ভোটাভুটিতে উপস্থিত ছিল বিজেপি দলের পাঁচজন নির্বাচিত পঞ্চায়েত সদস্য ও সিপিআইএম দলের পাঁচজন নির্বাচিত পঞ্চায়েত সদস্যের মধ্যে একজন পঞ্চায়েত সদস্য বাকি চারজন অনুপস্থিত ছিলেন। পাশাপাশি কংগ্রেস দলের একজন নির্বাচিত পঞ্চায়েত সদস্য অনুপস্থিত ছিলেন, উপস্থিত ছয়জন পঞ্চায়েত সদস্য প্রধান মনুজ পালের বিপক্ষে ভোট দান করেন। যার কারণে প্রধান মনুজ পাল ৬ ভোটে পরাজিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *