শিমলা, ৪ মার্চ(হি.স.) : হিমাচল প্রদেশে তুষারপাত ও বৃষ্টির ফলে জনজীবন প্রায় ব্যাহত। মঙ্গলবার রাজ্যে তুষারপাত ও বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। ৫ থেকে ৮ মার্চ পর্যন্ত আবহাওয়া স্বাভাবিক থাকবে। প্রশাসন পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ও জরুরি উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। শিমলা, কুল্লু, কিন্নৌর, লাহৌল-স্পিতি ও চাম্বার উঁচু অঞ্চলে মঙ্গলবার সকাল থেকে তুষারপাত চলছে, আর নিচু এলাকায় বৃষ্টি হয়েছে। শিমলা-রামপুর ন্যাশনাল হাইওয়ে-৫ নারকান্ডায় বন্ধ থাকায় বিকল্প পথে যান চলাচল হচ্ছে। লাহৌল-স্পিতিতেও যান চলাচল বন্ধ। আবহাওয়া দফতর জানায়, মঙ্গলবার রাত পর্যন্ত তুষারপাত অব্যাহত থাকবে, তবে বুধবার থেকে মিলবে স্বস্তি। তুষারপাতের কারণে লাহৌল-স্পিতি ও পাংগিতে ৮ মার্চ পর্যন্ত বোর্ড পরীক্ষা স্থগিত করা হয়েছে। বরফে ঢাকা রাস্তায় পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্র পর্যন্ত পৌঁছতে পারছে না।
রাজ্যের ৩০০টির বেশি রাস্তা বন্ধ ও ৪০০টির বেশি বিদ্যুৎ ট্রান্সফর্মার বিকল হয়ে পড়েছে। মানালি-লেহ ও আনি-কুল্লু ন্যাশনাল হাইওয়েতেও যান চলাচল ব্যাহত। প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছে, তবে লাগাতার তুষারপাতের কারণে সমস্যা তৈরি হচ্ছে। কুকুমসেরিতে -৫.২ ডিগ্রি, তাবোতে -৪.৫ ডিগ্রি, কেলংয়ে -৪.৪ ডিগ্রি, কালপায় -১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শীতের তীব্রতা আরও বেড়েছে।