আগরতলা, ৪ মার্চ : অভিনব কায়দায় নেশা সামগ্রী পাচারকালে ৪৯ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারে সক্ষম হয়েছে চুরাইবাড়ি থানার পুলিশ। বাজেয়াপ্ত গাঁজার বাজারমূল্য আনুমানিক ২৫ লক্ষাধিক টাকা হবে। সাথে এক পাচারকারীকে আটক করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে চুরাইবাড়ি থানায় খবর আসে মারুতি গাড়িতে করে গাঁজা পাচার হবে। সেই খবরের ভিত্তিতে আগরতলা থেকে কমলপুর যাওয়ার পথে খোয়াই বেলফাং নাকা পয়েন্টে উৎ পেতে বসে থাকে পুলিশ। ওই সময় টিআর০১সিএ০৩১৯ নম্বরের সন্দেহভাজন একটি গাড়িকে আটক করে তল্লাশি চালিয়ে তার গোপন চেম্বার থেকে ৪৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। ওই গাঁজা গুলও বহি:রাজ্যের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা যায়। বাজেয়াপ্ত গাঁজার বাজারমূল্য আনুমানিক ২৫ লক্ষাধিক টাকা হবে।