শ্রীনগর, ৪ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের শোপিয়ানের হেরগাম এলাকায় ভয়াবহ আগুন লাগল প্রধান বাজারে। মঙ্গলবার ভোররাতে আগুনের লেলিহান শিখায় একাধিক বাড়ি ও দোকান পুড়ে গিয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। স্থানীয় সূত্রের খবর, প্রথমে নিসার আহমেদ সোফির দোকানে আগুন লাগে, সেই আগুন মুহূর্তের মধ্যেই পার্শ্ববর্তী বাড়ি ও দোকানে ছড়িয়ে পড়ে।
মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়, চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগান। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।