উচ্চ মাধ্যমিক শুরুর দিনেই ধর্মঘট, রাজ্য পুলিশের পাশাপাশি “কঠোর ব্যবস্থা”র বার্তা কলকাতা পুলিশেরও

কলকাতা, ২ মার্চ (হি.স.): শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। মন্ত্রীর গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে দুই বাম ছাত্র আহত হয়েছেন বলে অভিযোগ। এঁদের একজনের উপর দিয়ে শিক্ষা মন্ত্রীর গাড়ি চলে গেছে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে সোমবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। কিন্তু সোমবার থেকেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। পরীক্ষার্থীদের স্বার্থ বিঘ্নিত হয়, এমন কিছু হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা আগেই জানিয়েছিল রাজ্য পুলিশ। এবার একই পথে হাঁটলো কলকাতা পুলিশও।

তাদের সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, “আগামীকাল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু, লক্ষ লক্ষ পরীক্ষার্থী বসতে চলেছেন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষায়। কাল সকাল থেকেই পরীক্ষার্থীরা রওনা দেবেন নিজের নিজের পরীক্ষাকেন্দ্রে, বিভিন্ন স্কুল এবং কলেজে। দুৰ্ভাগ্যের, কালই একটি রাজনৈতিক সংগঠনের তরফে রাজ্য জুড়ে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আমাদের শুধু এটুকুই বলার – পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের প্রতিকূলতায় ফেলে, এমন কোনও কর্মসূচি ছাত্রছাত্রীদের স্বার্থে হতে পারে না। নির্বিঘ্নে এবং নিরাপদে যাতে কাল পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেন, সেটাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই উদ্দেশ্যে কাল রাজ্যের সর্বত্র সকাল থেকেই পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে, পরীক্ষাকেন্দ্রগুলিতে থাকবে বাড়তি নজরদারি। পরীক্ষার্থীদের অনুরোধ, রাস্তায় কোনওরকম অসুবিধেয় পড়লে নিকটবর্তী পুলিশকর্মীদের সাহায্য নিন, পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যাতে নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারেন, সে দায়িত্ব আমাদের। পরীক্ষার্থীদের স্বার্থ বিঘ্নিত হয়, এমন যে কোনও কর্মসূচিতে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।

সমস্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। সবার পরীক্ষা ভাল হোক।”

পাশাপাশি কলকাতা পুলিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তার জন্য একটি হেল্পলাইন নম্বর (৯৪৩২৬১০০৩৯) ঘোষণা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *