নয়াদিল্লি, ১ মার্চ (হি.স.): উত্তর-পূর্বের রাজ্য মণিপুর এখনও শান্ত হয়নি, বেশ কিছু দিন আগেই মণিপুরের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এন বীরেন সিং। এবার মণিপুরের আইনশৃঙ্খলা ও সুরক্ষা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সভাপতিত্বে অনুষ্ঠিত হল উচ্চস্তরীয় বৈঠক। শনিবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন মণিপুরের রাজ্য়পাল অজয় কুমার ভাল্লা-সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা।
শনিবার সকালেই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে আসেন অজয় ভাল্লা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন মণিপুরের আইনশৃঙ্খলা ও সুরক্ষা নিয়ে উচ্চস্তরীয় বৈঠকের সভাপতিত্ব করেছেন। পর্যালোচনা করেছেন মণিপুরের পরিস্থিতি।