রায়পুর, ১ মার্চ (হি.স.): ছত্তিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। শনিবার ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত সুকমায় এনকাউন্টারে নিকেশ হয়েছে দুই নকশাল। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও। সুকমা পুলিশ জানিয়েছে, সুকমার কিস্তারাম থানার অধীনে ঘন জঙ্গলে নিরাপত্তা বাহিনী ও নকশালদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এই এনকাউন্টারে দুই নকশালের মৃত্যু হয়েছে, এছাড়াও মৃতদেহের পাশে আগ্নেয়াস্ত্র মিলেছে। গোটা এলাকায় এখনও চিরুনি তল্লাশি চলছে।
2025-03-01