আগরতলা, ২৮ ফেব্রুয়ারি: বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়েছে এক পথচারী মহিলা। ওই দূর্ঘটনায় রাস্তায় ছিটকে পরে আহত হয়েছে বাইক চালকও। আজ সকালে বিশালগড় এসডিএম অফিস সংলগ্ন মুড়াবাড়ি রাস্তায় প্রত্যক্ষদর্শীরা দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে হাসাপাতালে নিয়ে গিয়েছে।
ঘটনার বিবরণে এক দমকলকর্মী গিয়েছেন, আজ সকালে খবর আসে বিশালগড় এসডিএম অফিস সংলগ্ন মুড়াবাড়ি রাস্তায় এক বাইক দূর্ঘটনা হয়। তাতে গুরুতর আহত হয়েছেন এক পথচারী মহিলা সহ বাইক চালক। কিন্তু স্থানীয়রা দমকল পৌঁছানোর আগেই আহত মহিলাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছেন। আর দমকলকর্মীরা আহত বাইক চালককে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে গিয়েছে।