কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): ‘আগামী বিধানসভা ভোটে ২১৫টা আসন পেতেই হবে।” দলীয় কর্মীদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেছেন, ২১৫টা আসনের কম কোনও মতেই নয়। এবার বিজেপি, কংগ্রেস, সিপিএমের জামানত জব্দ করার পালা।’’ তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, ২০২৬ বিধানসভা নির্বাচনে ২১৫-র বেশি আসন। দৃঢ় সংকল্প ও ঐক্য নিয়ে আমরা লড়ব, আমরা জিতব, রক্ষা করব বাংলার অহংকার।”
অভিষেকের এই বক্তব্যকে গুরুত্ব দিয়ে মমতা বলেন, অভিষেক ঠিকই বলেছে। আসন আরও বেশি পাওয়ার চেষ্টা করতে হবে। ২১৫টা আসনের কম কোনও মতেই নয়। এবার বিজেপি, কংগ্রেস, সিপিএমের জামানত জব্দ করার পালা।’’