কমলপুর, ২৭ ফেব্রুয়ারি : কমলপুর-খোয়াই সড়কে জল সংকটের প্রতিবাদে জলের কলসী নিয়ে রাস্তা অবরোধ করেন শ্রীরামপুর ও শ্যামরাই ছড়া এডিসি ভিলেজের রমনীরা। পরে ডি ডব্লিউ এস দপ্তরের জল সরবরাহের আশ্বাস দিলে জনজাতির অবরোধ তুলে নেন।
জানা গেছে, আজ সকাল ৮টা থেকে প্রায় ১১টা পর্যন্ত ২০৮ নং জাতীয় সড়কের কমলপুর-খোয়াই রাস্তার শ্রীরামপুর নাকা পয়েন্ট এলাকায় জল সংকটের প্রতিবাদে শ্রীরামপুর ও শ্যামরাই ছড়া এডিসি ভিলেজের রমনীরা জলের কলসী নিয়ে রাস্তা অবরোধ করেন।
এ খবর পেয়ে কমলপুর থানার ওসি সঞ্জয় লস্করসহ বিশাল পুলিশ বাহিনী এবং টিএসআর দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে ডি ডব্লিউ এস দপ্তরের ইঞ্জিনিয়ার ও কর্মীরা কমলপুর থানার ওসি সঞ্জয় লস্করের সঙ্গে আলোচনা করে। অবশেষে, ডি ডব্লিউ এস দপ্তরের পক্ষ থেকে আজকের মধ্যে জল সরবরাহের আশ্বাস দিলে জনজাতির রমনীরা বেলা ১১ টার দিকে অবরোধ তুলে নেন।