লখনউ, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): সমাজবাদী পার্টির তীব্র সমালোচনা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “তাঁরা (সমাজবাদী পার্টি) প্রয়াগরাজকে বদনাম করতে কোনও খামতি রাখেনি। আপনারা প্রয়াগরাজ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছিলেন, তাঁরা প্রয়াগরাজকে অপমান করার উপায় খুঁজছিল। কিছু মানুষ সংসদে বলছিলেন, মহাকুম্ভে হাজার হাজার মানুষ মারা গিয়েছে। কিন্তু মহাকুম্ভের সময় ২৮ হাজার মানুষ তাঁদের পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হয়েছিল। সমাজবাদী পার্টি এবং কংগ্রেস শুধুমাত্র ভারতকে বদনাম করতে চায়। তাঁদের লড়াই বিজেপির বিরুদ্ধে হতে পারে, কিন্তু কখনও কখনও বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাঁরা ভারতের বিরুদ্ধে চলে যাচ্ছে।”
যোগী আদিত্যনাথ আরও বলেছেন, “গত সাত বছরেরও বেশি সময় ধরে ‘মুখ্যমন্ত্রী বিবেকাধিন কোশ’ থেকে জনসাধারণকে টাকা দেওয়া হচ্ছে, তাও আবার কোনও বৈষম্য ছাড়াই। যখন সমাজবাদী পার্টি ক্ষমতায় ছিল, তখন শুধুমাত্র সমাজবাদী পার্টির সঙ্গে যুক্ত ব্যক্তিদের টাকা দেওয়া হত। বিজেপি সরকারে অর্থ দেওয়া হচ্ছে কোনও বৈষম্য ছাড়াই। স্বাধীনতার পর থেকে ২০১৭ সাল পর্যন্ত উত্তর প্রদেশে মাত্র ১৭টি সরকারি মেডিকেল কলেজ তৈরি হয়েছিল। আমাদের সরকার গঠনের পর প্রতিটি জেলায় একটি করে মেডিকেল কলেজ করা হচ্ছে।”