হায়দরাবাদ, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): তেলেঙ্গানার নাগরকুর্নুল জেলার শ্রীসৈলাম সুড়ঙ্গে এখনও আটকে রয়েছেন ৮ জন শ্রমিক। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ, দিন-রাত এক করে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন এনডিআরএফ ও এসডিআরএফ কর্মীরা। তবুও মঙ্গলবার সকাল পর্যন্ত ৮ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ভেঙে পড়ে এই সুড়ঙ্গের একাংশ। তারপর থেকে দীর্ঘ সময় অতিক্রান্ত, কাদাজলে ভরে গিয়েছে সুড়ঙ্গ, শ্রমিকেরা ঠিক কোন জায়গায় আটকে রয়েছেন তা এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি। ফলে উদ্বেগ ও উৎকণ্ঠা আরও বাড়ছে। শ্রমিকদের সঙ্গে যোগাযোগও সম্পূর্ণ ভাবে ছিন্ন হয়ে গিয়েছে। সমস্যা কয়েক গুণ বাড়িয়ে তুলেছে সুড়ঙ্গের ভিতরের কাদাজল। তবুও উদ্ধারকারী দল হাল ছাড়তে নারাজ।