নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): বিগত ১০ বছরে দেশে কৃষি ক্ষেত্রে দ্রুত উন্নয়ন হয়েছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “পিএম-কিষাণ-এর ৬ বছর পূর্ণ হওয়ায় দেশজুড়ে আমাদের কৃষক ভাই ও বোনদের অনেক অনেক অভিনন্দন। এটা আমার জন্য অত্যন্ত তৃপ্তি এবং গর্বের বিষয় যে, এখনও পর্যন্ত তাঁদের অ্যাকাউন্টে প্রায় ৩.৫ লক্ষ কোটি টাকা পৌঁছেছে। আমাদের এই প্রচেষ্টা অন্নদাতাদের সম্মান, সমৃদ্ধি এবং নতুন শক্তি দিচ্ছে।”
প্রধানমন্ত্রী মোদী আরও জানান, “গত ১০ বছরে আমাদের প্রচেষ্টার ফলে দেশে কৃষি ক্ষেত্রে দ্রুত উন্নয়ন হয়েছে। আমাদের লক্ষ লক্ষ ক্ষুদ্র কৃষকদের দেওয়া আর্থিক সহায়তায় বাজারে পৌঁছনো তাঁদের কাছে সুগম হচ্ছে। পাশাপাশি কৃষির খরচ কমেছে এবং তাঁদের আয়ও বেড়েছে।”