নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): দেশে বাঘ, চিতা ও সিংহের সংখ্যা বাড়ছে, রবিবার মন কি বাত অনুষ্ঠানে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী আরও বলেছেন, নিবেদিতপ্রাণ প্রচেষ্টার কারণে, গত কয়েক বছরে ভারতে বাঘ, চিতাবাঘ, এশিয়াটিক সিংহ, গন্ডার এবং হরিণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।”
রবিবার মন কি বাত অনুষ্ঠানের ১১৯-তম পর্বে প্রধানমন্ত্রী বলেছেন, “কর্ণাটকের বিআরটি টাইগার রিজার্ভে, বাঘের সংখ্যা ক্রমাগত বাড়ছে। বেশির ভাগ কৃতিত্ব সোলিগা উপজাতিদের, যারা বাঘের পূজা করেন। তাদের জন্য এই অঞ্চলে মানুষ-প্রাণীর দ্বন্দ্ব প্রায় নেই বললেই চলে। একইভাবে, গুজরাটে, স্থানীয় জনগণ গির-এ এশিয়াটিক সিংহদের রক্ষা ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই নিবেদিতপ্রাণ প্রচেষ্টার কারণে, গত কয়েক বছরে বাঘ, চিতাবাঘ, এশিয়াটিক সিংহ, গন্ডার এবং হরিণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।”