ওড়িশার খুরদা ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত্যু ৩ জনের, তদন্তে পুলিশ

খুরদা, ২২ ফেব্রুয়ারি (হি.স.): ভুবনেশ্বরর উপকন্ঠে ওড়িশার খুরদায় ট্রাক ও গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন। সংঘর্ষের অভিঘাত এতটাই জোরালো ছিল যে গাড়িটি ভেঙে তুবড়ে গিয়েছে। দুর্ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়, পরে একজনকে সঙ্কটজনক অবস্থা নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তৃতীয় জনেরও মৃত্যু হয়। দুর্ঘটনার পরই ট্রাকের চালক পালিয়ে যায়। পুলিশ মামলা রুজু করে দুর্ঘটনার তদন্তে নেমেছে।

শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটছে খুরদার কাছে, ইনফো ভ্যালি থানার অধীনে পিটাপল্লী চকের কাছে জাতীয় সড়ক ৫৭-তে। গাড়িতে মোট ৩ জন ছিলেন, দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বাড়ি পুরীর চন্দ্রপুর এলাকার। পুলিশ মামলা রুজু করে দুর্ঘটনার তদন্তে নেমেছে এবং ঘাতক ট্রাকের চালকের খোঁজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *