নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): শুক্রবার সকালে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল স্কুল বাস। আহত বেশ কয়েকজন পড়ুয়া।
জানা গেছে, এদিন সকালে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার বোরি লিঙ্গালা পারু এলাকায়। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কয়েকটি গাড়িতে ধাক্কা মারে ওই বাসটি। পরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেটি। জানা গিয়েছে, একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বাস ছিল সেটি। দুর্ঘটনার সময় ওই বাসে প্রায় ৩০ জন পড়ুয়া ছিল বলে জানা গিয়েছে। এই ঘটনায় গুরুতর জখম হন কয়েকজন পড়ুয়া। আহত পড়ুয়াদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।