আহমেদাবাদে, ২১ ফেব্রুয়ারি (হি.স.): মর্মান্তিক দুর্ঘটনা গুজরাটের কচ্ছে। শুক্রবার কচ্ছের মুন্দ্রায় একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। তাতে নিহত হয়েছেন ৪ জন, আহতের সংখ্যা ৩০ জনেরও বেশি।
জানা গেছে, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে পুলিশ।