আগরতলা, ২১ ফেব্রুয়ারি: আজ নানা অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় সোনামুড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সোনামুড়া নগর পঞ্চায়েতের সহযোগিতায় স্থানীয় বীর মেমোরিয়াল পার্কে ওই অনুষ্ঠান আয়োজিত হয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন সারদা চক্রবর্তী, ভাইস -চেয়ারপার্সন শাহজাহান মিয়া, সিপাহীজলা জিলা পরিষদের সদস্য মীনাক্ষী দাস,তথ্য সংস্কৃতি দপ্তরের মহকুমা আধিকারিক তুহিন আইচ প্রমুখ।
এদিন প্রথমেই ভাষা শহীদদের স্মরণে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। এরপর বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। তাছাড়া, দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে আলোচনা ভাইস -চেয়ারপার্সন শাহজাহান মিয়া ও মহকুমা তথ্য আধিকারিক তুহিন আইচ।