তেলিয়ামুড়া, ২০ ফেব্রুয়ারি : তেলিয়ামুড়ায় নতুন কলেবরে সিডিপিও কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার এই উদ্বোধন পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, সমাজসেবী অচিন্ত্য ভট্টাচার্য প্রমুখ।
অনুষ্ঠানে বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন, সিডিপিও কার্যালয়ের এই নতুন ভবন আগামী দিনে গোটা এলাকার জন্য ইতিবাচক বার্তা বয়ে আনবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার শুরু থেকেই সাধারণ মানুষের স্বার্থে কাজ করে চলেছে।
মন্ত্রী টিংকু রায় তার আলোচনায় বলেন, আজকের এই কার্যালয়ের উদ্বোধন অত্যন্ত প্রাসঙ্গিক। পাশাপাশি তিনি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের ভূমিকাকে প্রশংসা করে। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের অন্যান্য পারিপার্শ্বিক ভূমিকা সমাজকে দারুন ভাবে বিকশিত করছে বলে দাবি করেন মন্ত্রী।
তেলিয়ামুড়ার আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন স্তরের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কর্মীদের উপস্থিতি এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো।