আর্থিক দুর্নীতির মামলায় প্রাক্তন মহিলা পঞ্চায়েত প্রধান গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

বিলোনীয়া ১৯ ফেব্রুয়ারি : আর্থিক দুর্নীতির মামলায় বিজেপির প্রাক্তন মহিলা পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল পুলিশ রিমান্ড চেয়ে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিলোনীয়া মহকুমার ভারতচন্দ্র নগর ব্লকের অধীন পশ্চিম কলাবাড়িয়া পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পানীয় জলের উৎস তৈরি সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এবিষয়ে একাধিকবার ভারতচন্দ্র নগর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কাবেরী নাথ এবং ভারত চন্দ্র নগর পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাসের নিকট অভিযোগ জমা পড়ে। ওই অভিযোগের ভিত্তিতে নগর ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি গত জুন মাসে চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস, সমষ্টি উন্নয়ন আধিকারিক কাবেরী নাথ, অতিরিক্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ কর সহ পদস্থরা পশ্চিম কলাবাড়িয়া পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গা পরিদর্শনে করেছিলেন।

আরও জানা গিয়েছে, পরিদর্শন শেষে পশ্চিম কলাবাড়িয়া পঞ্চায়েতে গিয়ে পঞ্চায়েত সচিব অনাথ পালের কাছ থেকে বিভিন্ন রেজিস্টার, উন্নয়ন সংক্রান্ত তথ্য,খরচের হিসাব ইত্যাদি সরোজমিনে  পর্যবেক্ষণ করেন। পরবর্তী সময়ে বিভিন্ন তথ্যের সাথে বাস্তবের কাজের ব্যাপক গরমিল লক্ষ্য করেন তাঁরা। কোনো উন্নয়নের কাজ মা করে টাকা খরচ দেখানো হয়েছে বিভিন্ন খাতে। পরবর্তী সময়ে ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছিল।

এদিকে, তদন্ত কমিটি ভারতচন্দ্র নগর সমষ্টি উন্নয়ন আধিকারিক কাবেরী নাথের কাছে তদন্ত শেষে রিপোর্ট পেশ করে নয় লক্ষ ৭৩ হাজার টাকার ব্যাপক গরমিল ধরা পড়ে বলে জানা গেছে। পানীয় জেলের উৎস টিউবওয়েল সহ যেসব খাতে খরচ দেখানো হয়েছে বাস্তবে সংশ্লিষ্ট এলাকায় তার কোন চিহ্নই নেই । পঞ্চায়েত সচিবকে শোকজ পাঠানো হয়। শোকজের উত্তরে অসন্তোষ্ট হয়ে দুর্নীতির ঘটনার বিষয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক দক্ষিণ জেলার জেলা শাসককে লিখিতভাবে অবহিত করেন। 

এদিকে, পঞ্চায়েত দুর্নীতির ঘটনা প্রসঙ্গে অনাথ পাল ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান, তিনি যা করেছেন তা  পঞ্চায়েতের প্রধান এবং উপ-প্রধানের পরামর্শ অনুসারেই করেছেন । শুধু তাই নয় প্রধানের পরিবারের সদস্যদের নামেও বিভিন্ন খাতে ভাউচারের বিনিময়ে পেমেন্ট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। উন্নয়ন আধিকারিকের কাছ থেকে রিপোর্ট পেয়ে রাজ্য পঞ্চায়েত অধিকর্তা প্রসূন দে জেলা শাসককে এক চিঠিতে ওই পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে এফআইআর দায়ের সহ চাকরি থেকে বরখাস্ত করার জন্য নির্দেশ পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।

পরবর্তী সময়ে বিলোনীয়া থানায় ১ জানুয়ারি ২০২৪ সালে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলা হাতে নিয়ে পঞ্চায়েত সচিব অনাথ পালকে গ্রেফতার করে। পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্তের কাছ থেকে পশ্চিম কলাবাড়ীয়া পঞ্চায়েতের তৎকালীন বিজেপি পরিচালিত প্রধান সুজাতা নিয়োগীর নাম সহ একাধিক প্রভাবশালী জনপ্রতিনিধি ও বিজেপি নেতার নাম উঠে আসে। যদিও পঞ্চায়েত সচিব বর্তমানে আদালতের নির্দেশে জামিনে রয়েছেন।

অবশেষে মামলার তদন্ত ক্রমে আর্থিক দুর্নীতি মামলায় গতকাল পুলিশ বিজেপি পরিচালিত পশ্চিম কলাবাড়ীয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন মহিলা প্রধান সুজাতা নিয়োগীকে গ্রেপ্তার করে। মামলার নাম্বার ৩/২০২৪ ইং, ভারতীয় দন্ড বিধির ৪০৯ আই পি সি এন্ড সেকশান ১৩(২) প্রিভেনশান অফ করাপশান অ্যাক্ট। পুলিশ ধৃত সুজাতা নিয়োগীকে গতকাল আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত অভিযুক্তকে আগামী ৩ মার্চ পর্যন্ত জেল হাজাতে থাকার নির্দেশ দেন।

এদিকে, পঞ্চায়েতের দুর্নীতি মামলা বিজেপি নেত্রী তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান গ্রেপ্তারের ঘটনায় বিলোনীয়া সহ দক্ষিন জেলায় ছিঃ ছিঃ রব শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *