লখনউ, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): সমাজবাদী পার্টির তীব্র সমালোচনা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর কথায়, রাজ্যের স্বার্থে সমস্ত ভাল কাজের বিরোধিতা করা সপা-র অভ্যাসে পরিণত হয়েছে। মঙ্গলবার উত্তর প্রদেশ বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিন সভায় বক্তব্য রাখার সময় যোগী আদিত্যনাথ বলেছেন, “এটা আপনাদের সমস্যা, আপনারা (সমাজবাদী পার্টি) প্রতিটি ভালো কাজের বিরোধিতা করেন, যা রাজ্যের স্বার্থে। এই ধরনের বিরোধিতার নিন্দা করা উচিত। এই লোকজন নিজেদের সন্তানদের ইংরেজি মাধ্যম স্কুলে পড়াবে, কিন্তু সরকার যদি অন্যের ছেলেমেয়েদের সুযোগ-সুবিধা দিতে চায়, তাঁরা তাঁদের উর্দু পড়াতে বাধ্য করবে, তাঁরা চায় তাঁরা মৌলবি হোক।”
যোগী আদিত্যনাথ আরও বলেছেন, “উত্তর প্রদেশের বিভিন্ন উপভাষা, ভোজপুরি, আওয়াধি, ব্রজ এবং বুন্দেলখণ্ডি এই সভায় সম্মান পাচ্ছে এবং আমাদের সরকারও এই সবের জন্য বিভিন্ন একাডেমি গঠনের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে। এই সভা কেবল বিশুদ্ধ সাহিত্যিক এবং ব্যাকরণ পণ্ডিতদের জন্য নয়। কেউ যদি হিন্দিতে সাবলীলভাবে কথা বলতে না পারে, তবে তার ভোজপুরি, আওয়াধি, ব্রজ বা বুন্দেলখণ্ডিতেও নিজস্ব মতামত উপস্থাপনের অধিকার পাওয়া উচিত।”