মনোরঞ্জনের ফেসবুক পোস্টকে স্বাগত নেটনাগরিকদের সিংহভাগের

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): বিধায়ক আবাস থেকে বিধানসভা ভবন যাত্রার আগে মঙ্গলবার ফেসবুক পোস্টে মনোরঞ্জন ব্যাপারি নিজের মতামত খোলাখুলি প্রকাশ করলেন। তাতে মিশে সূক্ষ্ম খোঁচাও। নেটনাগরিকদের সিংহভাগ স্বাগত জানালেন এই অভিনব ভাবনার।

কেন হঠাৎ এই রিকশাযাত্রা মনোরঞ্জনবাবুর? তার জবাব ফেসবুক পোস্টেই দিয়েছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক। ২০২১ সালে যখন বিধানসভা ভোটে জিতে বলাগড় থেকে জনপ্রতিনিধি নির্বাচিত হন দলিত সাহিত্য অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা, তখন তাঁর এলাকা থেকে স্লোগান উঠেছিল – ‘রিক্সা যাবে বিধানসভায়’।

খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হিসেবে তাঁকে বিধানসভায় দেখতে চেয়েছিলেন এলাকাবাসী। তা নিয়ে পোস্টে বিধায়ক লিখেছেন – ‘এক রিকশাচালক সম্মানীয় বিধানসভার সদস্য হিসেবে বিধানসভায় এসেছেন। কিন্তু সরাসরি রিকশা বিধানসভায় আসেনি। আসতে পারেনি। কারণ, কলকাতা শহরে প্যাডেল রিকশা চলে না।’

পোস্ট করার দুঘন্টা বাদে ১০টি ছবি-সহ তাঁর বার্তায় লাইক, মন্তব্য ও শেয়ার হয়েছে যথাক্রমে ৫৭১, ৫২ ও ১১। সিংহভাগ তাঁর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অবশ্য মেছবাহার শেখ নামে একজন লিখেছেন,“এ সব করে আপনি কি বোঝাতে চাইছেন? উন্নয়নের সঙ্গে এর কি সম্পর্ক? কেবল কি মিডিয়া কভারেজ পাওয়া? সেটা হলে করে যান।” হেমা রায় লিখেছেন,“দেরি হয়ে যাবে পৌঁছাতে আপনি যে কালো চারচাকা চেপে ঘুরে বেড়ান সেটার চাকা কি ফেটে গেছে?”

ওয়াকিবহাল মহলের মত, মনোরঞ্জনবাবুর এই পোস্টে সূক্ষ্ম খোঁচা রয়েছে গ্রামবাংলার সংস্কৃতির প্রতি কলকাতার নাগরিকদের পরোক্ষ অবজ্ঞা নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *