আগরতলা, ১৭ ফেব্রুয়ারি: আগরতলা-উদয়পুর সড়কে বাইক ও লরির সংঘর্ষ ঘটে। তাতে আহত হয়েছেন বাইক চালক। সিপাহীজলা জেলাশাসক আবাসের সামনে আগরতলা-উদয়পুর সড়কে এই সংঘর্ষটি ঘটেছে। ঘটনাটি ঘটে সোমবার দুপুরে। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় লরির চালক।
জানা যায়, টিআর০১- এই – ১৬২৯ নাম্বারের একটি লরি বিশ্রামগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার পথে সিপাহীজলা জেলাশাসক আবাসস্থিত মনু ফকির দরগার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইককে ধাক্কা মেরে একটি গাছের সাথে স্বজোরে ধাক্কা লাগে। যদিও ঘটনাস্থল থেকে পালিয়ে যায় লরির চালক। অন্যদিকে আহত বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। ঘাতক লরিটিকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।