ধর্মনগর, ১৭ ফেব্রুয়ারি: ঢালাই করা বাক্স থেকে দুটি জলের মোটর চুরি করে নিয়ে গেল চোরের দল। ঘটনাটি সংঘটিত হয় উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার বড়ুয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের বড়ুয়াকান্দি কলোনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাশের বাড়িতে।
বড়ুয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৬নং ওয়ার্ডের বাসিন্দা অনুকুল দাসের বাড়িতে চুরি কান্ড সংগঠিত হয়েছে। দীর্ঘ বছর যাবত উনার বাড়ির পেছনদিকে দুটি কুয়া রয়েছে, সেখানে দুটি মোটর ঢালাই করা বাক্সের মধ্যে রাখা আছে। গতকাল রাত আনুমানিক বারোটার পরে এই চুরি কাণ্ড সংঘটিত হয় বলে অভিযোগ। গতকাল ওনারা বাড়ির বাইরে ছিলেন। রাতে ১১ টা নাগাদ বাড়িতে ফেরেন। তারপর যখন জল তুলতে যান মোটরের মাধ্যমে তখন দেখা যায় জল আসছে না।
তারপর আজ ভোরবেলা গিয়ে দেখেন ঢালাই করা দুটি বাক্স ভেঙ্গে তার মধ্যে থাকা দুটি মোটর চুরি করে নিয়ে যায় চোরের দল। তিনি জানান, প্রায় ১০ থেকে ১৫ বছর আগে তৈরি করা ঢালাইয়ের দুটি বাক্সের মধ্যে মোটর দুটি রাখা ছিল। তিনি আরো জানান, বাড়ির মধ্যে সামনের দিকে থাকা সিসি ক্যামেরায় কোনকিছু ধরা পড়েনি। যেহেতু পেছনদিকে সিসি ক্যামেরা নেই সেটা চোরের দলের মধ্যে থেকে কেউ হয়তো বা জানে এবং সে কারণে পিছন দিয়েই প্রবেশ করে বাক্স ভেঙ্গে মোট দুটো মোটর নিয়ে যায় বলে জানান বাড়ির মালিক অনুকুল দাস।