মহাকুম্ভে ফের আগুন, এবার চাঞ্চল্য ছড়ালো সেক্টর ৮-এ

প্রয়াগরাজ, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): মহাকুম্ভে ফের আগুন-আতঙ্ক! এবার আগুন লাগল সেক্টর ৮-এ। সোমবার প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা চত্বরের ৮ নম্বর সেক্টরে একটি খালি ক্যাম্পে আগুন লাগে। দমকল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অনুরূপ ঘটনার ঠিক দুই দিন পর এই ঘটনা ঘটল, যখন সেক্টর ১৮ এবং ১৯-এর মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। দমকল কর্মীদের চেষ্টায় বড়সড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *