মহীশূরে একই পরিবারের ৪ সদস্যের রহস্য-মৃত্যু, তদন্ত শুরু পুলিশের

মহীশূর, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): কর্ণাটকের মহীশূরে একই পরিবারের ৪ সদস্যের রহস্য-মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। সোমবার পুলিশ কমিশনার সীমা লাটকার বলেছেন, মহীশূরের বিশ্বেশ্বরাইয়া লে-আউটের একটি অ্যাপার্টমেন্টে একই পরিবারের চার সদস্যের দেহ উদ্ধার হয়েছে। মৃতদের নাম – চেতন (৪৫), তাঁর স্ত্রী রূপালী (৪৩), মা প্রিয়ংবদা (৬২) এবং ছেলে কুশল (১৫)।

চেতনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে এবং সন্দেহ করা হচ্ছে, সে তাঁর মা, স্ত্রী ও ছেলেকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। পুলিশ কমিশনার সীমা লাটকার, ডিসিপি জাহ্নবী এবং বিদ্যারণ্যপুরম ইন্সপেক্টর মোহিত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিদ্যারণ্যপুরম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *