অনূর্ধ্ব-২০ আমেরিকা চ্যাম্পিয়নশিপ: চ্যাম্পিয়ন ব্রাজিল, রানার্স আর্জেন্টিনা

লুকো, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): রবিবার রাতে অনূর্ধ্ব ১৯ দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখল ব্রাজিল। চিলিকে ৩-০ গোলে হারিয়ে তারা কাজটা সেরে রেখেছিল। সোমবার সকালে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হতে গেলে প্যারাগুয়েকে বড় ব্যবধানে হারাতেই হতো। কিন্তু বড় ব্যবধানে জেতা দূরের কথা, জিততেই পারল না আর্জেন্টিনা প্যারাগুয়ের বিরুদ্ধে।

এই নির্ধারণী এই ম্যাচে রবিবার মুখোমুখি হওয়ার আগে দুটি দলেরই পয়েন্ট ১০ করে ছিল। কিন্তু গোল ব্যবধানে আর্জেন্টিনা (৩+) চেয়ে এগিয়েছিল ব্রাজিল (৪+)। এদিন রাতে চিলির বিরুদ্ধে ব্রাজিল ৩-০ গোলে জেতার জন্য সোমবার সকালে ব্রাজিলের দরকার ছিল ৫-০ গোলে জয়ের। এই অসম্ভব কাজটি সোমবার আর্জেন্টিনা করতে না পারার জন্য চ্যাম্পিয়ন হয়ে গেল ব্রাজিল।ব্রাজিলের এই দাপুটে জয়ের গোলগুলি করেন ডেভিড ওয়াশিংটন, পেদ্রো ও রিকার্ডো ম্যাথিয়াস।

ব্রাজিলের এটা ১৩তম শিরোপা, রানার্স আপ হয়েছে ৭ বার। তারাই এ প্রতিযোগিতার সফলতম দল। দ্বিতীয় সর্বোচ্চ ৮ বার শিরোপা জিতেছে উরুগুয়ে। আর্জেন্টিনা ৫, কলম্বিয়া ৩ ও প্যারাগুয়ে-ইকুয়েডের একবার করে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *