আগরতলা, ১৬ ফেব্রুয়ারি : গঙ্গানগরে ভেটেনারি ডিসপেনসারি অফিসের নব নির্মিত পাকা ভবনের উদ্বোধন না করেই ফিরে গেলেন অতিথিরা।
জানা গিয়েছে, ভবনটি নির্মাণে নিম্নমানের কাজ হয়েছে বলে অতিথিরা উদ্বোধন না করেই অনুষ্ঠান থেকে ফিরে যান।
উপস্থিত অন্যান্য অতিথিরা জানান, ভবনটির নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। যার ফলে, ভবনের কিছু অংশে ফাটল দেখা দিয়েছে।
এলাকার বিধায়িকা নন্দিতা রিয়াং জানান, স্থানীয়দের স্বার্থে ডিসপেনসারির কাজ চালু রাখা হবে। তবে, যতক্ষণ পর্যন্ত ভবনটির সংস্কার কাজ সঠিকভাবে না করা হবে, ততক্ষণ পর্যন্ত এর উদ্বোধন করা হবে না।