জম্মু-শ্রীনগর হাইওয়েতে গাড়ি ও ট্রাকের সংঘর্ষ, প্রাণ হারালেন একজন

উধমপুর, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় জম্মু-শ্রীনগর হাইওয়েতে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন একজন। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে জম্মু-শ্রীনগর হাইওয়ের ওপর। মৃতদেহটি উদ্ধার করে উধমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

এএপি আমোদ অশোক বলেছেন, জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার জেরে গাড়িটি খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *