আগরতলা, ১৫ ফেব্রুয়ারি: কাজ সেরে বাড়ি ফেরার পথে বাইক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে দুই যুবক। গতকাল রাতে কমলপুর -হালহালি রাস্তার ৪০ ফুট ব্রীজে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গিয়েছে।
প্রসঙ্গত, কমলপুর যান দুর্ঘটনা এখন নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে। কমলপুরে পথ দুর্ঘটনায় দুজন আহত হয়েছে। কমলপুর প্রতিদিন কোন না কোনভাবে ছোট,বড় যান দুর্ঘটনা ঘটছে। রেহাই পাচ্ছে না চালক থেকে শুরু করে পথচারীরা। তবে সন্ধ্যার পর বাইক দুর্ঘটনা গুলি ঘটছে সিংহ ভাগ নেশা করে দ্রুত গতিতে চালানোর কারনে।
গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ কমলপুর -হালহালি রাস্তার ৪০ ফুটি ব্রীজের কাছে দুর্ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় সালেমা থানার নাকাশিপাড়া এলাকার বাসিন্দা কাজল গৌড় (২৪) তার বন্ধু শিবু গৌড় (২৫) মিস্ত্রির কাজ সেরে মদমত্ত অবস্থায় বাইক চালিয়ে মানিক ভান্ডার থেকে নাকাশিপাড়া বাড়ি যাওয়ার পথে ৪০ ফুটি ব্রীজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে উভয় গুরুতর ভাবে আহত হয়। এলাকার লোকজন কমলপুর দমকলকর্মীদের খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহত দুই মদমত্তকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কাজল গৌড়ের অবস্থা আশঙ্কাজনক বুঝে তাকে ধলাই জেলার কুলাই হাসপাতালে স্থানান্তর করে দেন।
জানা গিয়েছে, কাজল গৌড়ের মাথায় ও বুকে আঘাত গুরুতর। কিভাবে বাইক দুর্ঘটনা ঘটে তার বিবরন দিয়ে জানান আহত শিবু গৌড়ের মা বাসন্তী গৌড়। এদিকে ইদানিং যানবাহন দুর্ঘটনা দিন দিন বাড়ছে। এরজন্য কমলপুর ট্রাফিক কে দায়ী করছে সংশ্লিষ্ট মহল।