উজ্জয়িনী, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): শুক্রবার মধ্যপ্রদেশের ধন্বন্তরী আয়ুর্বেদ মেডিক্যাল কলেজ পরিদর্শন করলেন সে রাজ্যের উচ্চশিক্ষা ও আয়ুষ মন্ত্রী ইন্দর সিং পারমার।
জানা গেছে, কলেজে পৌঁছে ভগবান ধন্বন্তরির পুজো করেন আয়ুষমন্ত্রী ইন্দর সিং পারমার। কলেজ পরিদর্শনের পর তিনি সেখানে জিমনাসিয়াম, মেডিসিন রুম, লাইব্রেরি, লিফট, মেডিসিন ভবন, বাস পরিষেবার উদ্বোধন করেন। মন্ত্রী সেখানে রুদ্রাক্ষের চারা রোপণ করেন। তিনি ডিজিটাল লাইব্রেরিরও উদ্বোধন করেন বলে জানা গেছে।