আগরতলা, ১৪ ফেব্রুয়ারি: মৌমাছির আক্রমনে আহত একাধিক ছাত্র ছাত্রী। বর্তমানে তাঁরা বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীনে আছেন। গোটা বিশালগড়ে ওই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, হঠাৎ ঝাঁকে ঝাঁকে মোমাছির আক্রমন শুরু করে বিশালগড় কড়ইমুড়া স্কুলের ছাত্র ছাত্রীদের। চিৎকার চেঁচামেচি করার পর স্কুলের অন্যান্য পড়ুয়ারা বেরিয়ে আসার পর তাদের উপর আক্রমণ শুরু করে মৌমাছির দল।