‘অপারেশন প্রঘাত’ : চেন্নাইয়ে আসাম এসটিএফ-এর হাতে গ্রেফতার এবিটির আরও এক সক্রিয় সদস্য আবু সালাম

গুয়াহাটি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : ‘অপারেশন প্রঘাত’-এর বলে চেন্নাইয়ে অভিযান চালিয়ে আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) গ্রেফতার করেছে বিশ্বসন্ত্রাসী মৌলবাদী, ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার সহযোগী সংগঠন আনসারউল্লা বাংলা টিম (এবিটি)-এর সক্রিয় সদস্য আবু সালাম আলিকে।

আজ বৃহস্পতিবার এসটিএফ-প্ৰধান আইজিপি পার্থসারথি মহন্ত জানান, নিৰ্ভরযোগ্য গোপন তথ্য এবং উন্নত প্রযুক্তি বলে তাঁর তত্ত্বাবধানে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু পুলিশের সঙ্গে সমন্বয় করে গতকাল (বুধবার) চেন্নাইয়ের সেমেনচেরি থানা এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এসটিএফ-এর ডেপুটি এসপি সত্যেন্দ্র সিং হাজারির নেতৃত্বে পরিচালিত অভিযানে ধুবড়ি (অসম) জেলার অন্তর্গত বিলাসিপাড়া থানাধীন খুদিগাঁও পার্ট-২-এর বাসিন্দা এবিটি এবং জামাত-উল-মুজাহিদিন-এর সক্রিয় সদস্য আবু সালাম আলিকে গ্রেফতার করা হয়েছে।

এসটিএফ-প্ৰধান জানান, আবু সালাম আলি অসমের ধুবড়ি এবং কোকরাঝাড় জেলায় আনসারউল্লাহ বাংলা টিম এবং জামাত-উল-মুজাহিদিন-এর সদস্য হিসেবে কার্যকলাপ চালাতো। সে নুর ইসলাম মণ্ডল এবং শাহিনুর ইসলামের সঙ্গে সমন্বয় রক্ষা করে সন্ত্ৰাসী কার্যকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। তাদের বৃহত্তর অ্যাজেন্ডা, সন্ত্ৰাসী তথা মৌলবাদী সংগঠনগুলিকে শক্তিশালী করে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করা।

তিনি জানান, গত বছর ২০২৪ সালের ১৭ ডিসেম্বর থেকে পলাতক ছিল আবু সালাম আলি। তাকে ধরতে ব্যাপক জাল বিছানো হয়েছিল। আবু সালামের বিরুদ্ধে এসটিএফ থানায় ভারতীয় ন্যায় সংহিতার বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (ইউএপিএ), পাসপোর্ট আইন, বিস্ফোরক আইন, অস্ত্র আইন এবং বিদেশি আইনের অধীনে একাধিক ধারায় ২১/২০২৪ নম্বরে মামলা রুজু করা হয়েছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত ১৭ এবং ১৮ ডিসেম্বর (২০২৪) কেরালায় ‘অপারেশন প্রঘাত’-এর বলে দুদিন অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছিল মহম্মদ সাদ রাদি ওরফে মহম্মদ শাব শেখ (বাংলাদেশি নাগরিক, বৈধ ভ্রমণনথি ছাড়া কেরালায় অবস্থান করছিল), পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে মিনারুল শেখ ও মহম্মদ আব্বাস আলি, অসমের কোকরাঝাড় থেকে নুর ইসলাম মণ্ডল, আব্দুল করিম মণ্ডল, মজিবর রহমান ও হামিদুল ইসলাম এবং অসমের ধুবড়ি থেকে এনামুল হককে। এর পর গত ৫৬ দিনে ১৫ জন সক্রিয় মৌলবাদীকে গ্রেফতার করেছে আসাম পুলিশের এসটিএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *