আগরতলা, ১৩ ফেব্রুয়ারি: ত্রিপুরায় শিক্ষাক্ষেত্রে লাগামহীনভাবে ফি বৃদ্ধি করা হচ্ছে। মেডিকেল, প্যারামেডিকেল, বেসরকারি স্কুল সহ কলেজগুলোতে ছাত্রছাত্রীদের কাছ থেকে উচ্চহারে ফি আদায় করা হচ্ছে। তাই রাজ্য সরকারের তরফ থেকে অবিলম্বে কমিটি গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন এসএফআই ও টিএসইউ বাম যুব সংগঠন।
এসএফআই-র রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন, শান্তিনিকেতন ও ত্রিপুরা মেডিকেল কলেজে সহ দেশের বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজগুলো রাজ্য সরকারের কোটায় ভর্তি হওয়া ছাত্র ছাত্রীদের কাছ এনএমসি- র গাইডলাইন অমান্য করে লাগামহীনভাবে ফি নেওয়া হচ্ছিল। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট নির্দেশে দিয়েছে ছাত্র ছাত্রীদের কাছ থেকে এনএমসি- র গাইডলাইন মেনে নির্ধারিত ফি আদায়ের লক্ষ্যে সমস্ত রাজ্য সরকার একটি কমিটি গঠন করবে। সেই কমিটির সদস্যরা বেসরকারি সমস্ত মেডিকেল কলেজের ফি নির্ধারণ করবে। সে মোতাবেক গত কয়েকমাস আগে ত্রিপুরায়ও কমিটি গঠন করা হয়েছে। তাই রাজ্য সরকারের নিকট ওই কমিটির রিপোর্ট পেশ করার আবেদন জানিয়েছেন তিনি।
পাশাপাশি এদিন তিনি অভিযোগ করেন, শান্তিনিকেতন এবং ত্রিপুরা মেডিকেল কলেজে এনএমসি-র গাইডলাইন নিয়ে দূর্বলতা রয়েছে। তাছাড়া, তিনি আরও বলেন, ত্রিপুরার বেসরকারি স্কুল, কলেজগুলোতে লাগামহীনভাবে ফি বৃদ্ধি করা হচ্ছে। ছাত্র ছাত্রীদের কাছ থেকে উচ্চহারে ফি আদায় করা হচ্ছে। এভাবে ফি বাড়ালে সিংহভাগ ছাত্রছাত্রীদের জন্য পড়াশুনা করা সম্ভব নয়। কারণ এই সরকারের আমলে মানুষের কাজ খাদ্যের বড় অভাব। এই অবস্থায় এভাবে স্কুলগুলিতে ফি বৃদ্ধি করলে পড়াশোনার উপর প্রভাব পড়বে ছাত্রছাত্রীদের। তাই সংগঠনের তরফ থেকে ফি আদায়ে নিয়ন্ত্রণ কমিটি গঠন করার দাবি জানিয়েছে।