অকালে প্রয়াত পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, শোক মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৩ ফেব্রুয়ারী: অকালে প্রয়াত হলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী। গতকাল চেন্নাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। তাছাড়া, তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন সাংসদ বিপ্লব কুমার দেব, মন্ত্রী রতন লাল নাথ, সাংসদ রাজীব ভট্টাচার্য্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা।

এদিন সামাজিক মাধ্যমে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা শোক প্রকাশ করে লেখেছেন, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি ও আমার দলীয় সহকর্মী বলাই গোস্বামী‌ মহোদয়ের অকাল প্রয়াণে আমি অত্যন্ত শোকাহত ও মর্মাহত।

তিনি আরও লেখেন, তাঁর প্রয়াণ ভারতীয় জনতা পার্টি পরিবার ও অসংখ্য গুণমুগ্ধদের পক্ষে এক অপূরনীয় ক্ষতি।গতকাল অসুস্থতার খবর পাওয়ার পরপরই তাঁর কন্যা ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলি। এতটা অকালে চলে যাবেন ভাবতে পারিনি। রাজ্য আজ এক অত্যন্ত দক্ষ সংগঠক এবং প্রশাসককে হারালো।

আমি ঈশ্বরের নিকট বিদেহী আত্মার সদ্গতি কামনা করছি এবং এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবার – পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি লেখেন,
পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামীর আকস্মিক প্রয়ানে আমি গভীর ভাবে শোকাহত l

তার কর্মকুশলতা ও সংগঠনের প্রতি নিষ্ঠা সর্বদা স্মরণে থাকবে l শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা জানাই l বিদেহী আত্মার সদগতি কামনা করি।

তাছাড়া, মন্ত্রী রতন লাল নাথ লেখেন, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি এবং আমার রাজনৈতিক জীবনের দীর্ঘদিনের সাথী বলাই গোস্বামীর প্রয়াণে আমি মর্মাহত ব্যথিত এবং স্বজন হারা। তার এই প্রয়াণ তার পরিবারের পাশাপাশি রাজ্যবাসীর, দলের এবং আমার ব্যক্তিগতভাবেও এক বড় ক্ষতি, যা পূরণ হবার নয়। পরিজনদের সমবেদনা জানানোর ভাষা হারিয়ে ফেলেছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন তাদের সহায় হোন।

এদিকে, সাংসদ রাজীব ভট্টাচার্য্য গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লেখেন, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি এবং দলীয় সহকর্মী বলাই গোস্বামী‌ (বলাই দা) মহোদয়ের অকাল প্রয়াণে আমি শোকাহত ও মর্মাহত।

আজ ভোর ২.২১ মিনিট নাগাদ বহিঃরাজ্যে একটি হাসপাতালে তিনি মায়া মমতা ত্যাগ করে পরলোক গমন করেন। তাঁর এই অকাল প্রয়াণ ভারতীয় জনতা পার্টি পরিবারের এক অপূরনীয় ক্ষতি। ভারতীয় জনতা পার্টি (ত্রিপুরা প্রদেশ) আজ এক দক্ষ সংগঠক এবং রাজ্য এক দক্ষ প্রশাসককে হারালো।

আমি ঈশ্বরের নিকট তাঁর বিদেহী আত্মার সদ্গতি কামনা করি, এই কঠিন সময়ে তাঁর শোকসন্তপ্ত পরিবার – পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

তাঁর প্রয়াণে মন্ত্রী সুশান্ত চৌধুরী লেখেন,পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী‌র অকাল প্রয়াণে আমি অত্যন্ত ব্যথিত ও মর্মাহত।
শ্রদ্ধেয় বলাই দা’র অকাল‌ প্রয়াণ এক বিশাল অপূরণীয় ক্ষতি‌!দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা এইভাবে না ফেরার‌ দেশে চলে গেলেন মেনে নেওয়া খুবই কঠিন, ওপারে ভালো‌ থেকো দাদা।

এদিকে, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লেখেন, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের মাননীয় সভাধিপতি বলাই গোস্বামী‌র অকাল প্রয়াণে আমি অত্যন্ত মর্মাহত।
আমি তাঁর বিদেহী আত্মার সদগতি ও চিরশান্তি কামনা করি ও উনার পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। শ্রদ্ধেয় বলাই গোস্বামীর অকাল‌ প্রয়াণে এক বিশাল অপূরণীয় ক্ষতি‌।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *